কষ্টের কাফনে যতই জড়াও
যতই বসাও চোরাচীতার
আসর,
তোমার নয়নে সাজাব আমি
প্রণয় পূর্ণিমা
বাসর।

১৯/০৯/২০০১ইং
কাব্যকনা-৮