এমনি প্রেম দাও প্রিয়
যেন লাইলী-মজনু
শিরি-ফরহাদ
হতে পারি,

চরম সুখের নির্যাতনে
তোমার বাহু বন্ধনে
খুউব সহজে মরতে
পারি।

১৪/১০/১৯৯৭ইং
০৮/৫৫/এএম