তোমাকে হারাতে পারবনা
প্রিয় তুমি আমার
জীবনে মরনে-
স্বপ্নিল আশা,

তুমি আমার অবুঝ মনের
সবুজ বনের
সবুজ সবুজ
ভালবাসা।

১৪/১০/১৯৯৭ইং
০৮/০১/এ এম