মনজানালার ফাঁকে এক চিলতে
আলোয় দেখি তোমার
শরীর ভালোবাসা
অনুভব করি,

সুখের স্বর্গে নেমে আসে
চাঁদনী রাত প্রিয় তাই
তোমার জন্য প্রেম
কাব্য গড়ি।

১৩/১০/১৯৯৭ইং
০৯/৫৫/পিএম