আমি জানি
সে আমার নয়,  অন্য কারো!!
যদিও তাঁর পুষ্পিত কানন সাজানো  অন্য কাউকে মোহিত করার জন্যে
তবুও কেন আমি তার সৌরভে বিমোহিত হই
হই এতো আকুল...।
কেন বারে বারে তারে  এতো কাছে টানে
জানি না, সত্যি  আমি জানি না.....!
তবে কি এটাই প্রেম?
এটাই ভালোবাসা?
হয়তো তাই আমি স্বর্গ রাজ্য বিসর্জন দিয়ে
সহসা তাকে পাতালপুরে আপনার করে এতো খুঁজি এতো খুঁজি।  
আশা রাখি পাবো তারে
অন্য কোথাও অন্য কোন বেশে
শুধুই আমার রাজ্য আমার দেশে!  

   আমার লেখা আঞ্চলিক ভাষায় রচিত শিল্পকর্ম
   ও ভাবি হুনছো নি হুনছো নি ভাইসাব

বুলে আইরা কালকে বাড়ি!!

তোমার লাগি আনরা মোবাইল!!

আনরা দামি শাড়ি!

কইসইন আমি বাড়িত আইয়া

কইতাম তাড়াতাড়ি 

ভাবি হুসছো নি!! ভাবি হুনছো নি হুনছো নি  

--------ভাইসাব  বুলে আইরা কালকে   বাড়ি  

আম্মার লাগি আনরা তসবিহ

আমার লাগি কোট

ভাইসাবরে বুজাইয়া কইয়ো

দিলাইতা তান স্যুট
ভাবি হুনছো নি? ভাবি হুনছো নি হুনছো নি    

---- --ভাইসাব  বুলে আইরা কালকে বাড়ি

এখন থাকি রেডি থাকো 

পিন্দো দামি শাড়ি 

ভাইসাব আমার বিদেশ 

থাকি কালকে আইবা বাড়ি
ভাবি হুনছো নি?  ভাবি হুনছো নি হুনছো নি ভাইসাব বুলে আইরা কালকে বাড়ি  

--

ও ভাবি হুনছো নি

ও ভাবি হুনছো নি হুসছো নি  ভাইসাব বুলে আইরা  কালকে বাড়ি!!