বৈশাখ মানে নতুন বছর
নতুন দিনের গান,
পান্তা ভাতে ইলিশ ভাজা
তৃপ্ত সবার প্রাণ।


বৈশাখ মানে কৃষ্ণচূড়া
রক্তে রঙিন লাল,
হাওরপাড়ের বোরো ধানে
গন্ধমাখা চাল।


বৈশাখ মানে নাগরদোলা
পুতুল নাচের হাট,
নবীন বধূর সেলাই করা
নক্সীকাঁথার মাঠ।


বৈশাখ মানে তালের পাখা
ভেপসা গরম দিন,
হালখাতাতেই শুধবে সবে
জমিয়ে থাকা ঋণ।