এখন ম্লানালোক, মানবিক আকাল,
বিষাদ বিষন্ন জনপদ বেহাল।
বাতাসে ঘাতক নীরবে ভাসে,
গ্রহণ কাল ধীরে ঘনিয়ে আসে
জীবন মৃত্যু কাছাকাছি খুব আজ,
মৃত্যুদূত ঘুরে বেড়ায় সকাল সাঁঝ।
কোন কিছু পাল্টাবে কি তবু?
পূবাকাশে সূর্য ডোবে কভু?
যে ঘুষ খাওয়ার সে খেয়ে যাবে ঘুষ,
ভেজাল কারীর হবে কি কোন হুঁশ?
ধুন্ধুমার মজুদ, করবে মজুদদার,
ঋণখেলাপী হাঁকাবে দামী গাড়ি তার,
লাজ লজ্জাহীন বুক চিতিয়ে।
শোনাবে বাণী দাঁত মুখ খিচিয়ে,
ছদ্মবেশী ধার্মিক দিনে রাতে।
এই অনাচার ভাঙবে কোন আঘাতে?
দুয়ার বন্ধ করে রুখবো কাকে?
ভ্রষ্ট লোভে নষ্ট আত্মা টাকে?
আমাদের এই নষ্ট আত্মার দেহে
কোভিড ঊনিশ কি ক্ষতি করবে  হে?
ধ্বংসের শেষ প্রান্তে হয়ে উপনীত
আমরা তো অনেক দিন আগেই মৃত!