হাত তো আমার বাড়িয়ে ছিলাম কত যুগ ধরে..
কই,অন্য কোনো আশা পাইনিতো..
লিখতে গিয়ে আজ ঝুকে পড়ে আমার কলম..
কলমের টান আজ আর তুলির টান হয়ে ওঠেনা।
টিউবলাইটের আলোটা আজও জ্বলে নিজের তালে..
কই,অন্ধটার বাঁচার আশা তো ফিরিয়ে দিতে পারলনা..
ভুল তো কতই করি রোজ নতুন নতুন..
শুকনো পাতার মড়মড় শব্দটা আজ আর সেই ভুলের চিহ্ন রাখেনা।
শুনেছিলাম তারা নাকি বিপদে পারে হাসাতে..
নিজের শরীর পুড়িয়ে অন্যকে পারে জাগাতে..
তবে আতস কাঁচটা যে আজ বড় খালি খালি লাগে..
ভুল করেও তার বিন্দুটুকুর হদিশ পেলাম নাতো..
কতই তো পরিচিত পেলাম হাতের কাছে,মোড়ের ধারে..
কই, বন্ধু পেলাম নাতো।