রাতের কালো আকাশ আজ ঘিরে ধরল যারে,
চাঁদের ঝলকানি সে কি আজ সইতে পারে?
হাজার না পাওয়া আজ গ্রাস করল যারে,
মনে মনেও সে কি আজ আর ছোয়ার সাহস করে?


দাড়াতে সে তো আজ প্রায় ভুলেই গেছে,
ঘুম ভাঙানো প্রহরিরা আজ তারে নিয়েছে বেছে,
সেজেছে আজ অন্তরালে,স্বপ্নে ভিজে,তাদের অপেক্ষায়..
তবে তারা তো তারে করেনি তাদের সহায়,
শুধু কলসি তার ভরিয়ে গেছে প্রবল বিতৃষ্ণায়।


তবু সময় যে আজ বড় কম পড়েছে বন্ধু,
তাই বিলাপ করার ঘড়িটি আজ করতে হবে বন্ধ.
যদি চলার পথে পিছলে পড়ে ছিড়ে যায় কোনো ছন্দ..
ভাববে তোমার পথটি চেয়ে বসে আছে এক বিশাল সিন্ধু,
যদি মেশে সেই সিন্ধুজলে তোমার একফোঁটা ঘামের বিন্দু,
তবে বুঝবে সেদিন অগ্নিশিখায় গলেছে বরফ তোমার হিমের দেশের..
সময় হয়েছে, বদলে ফেলো রঙের খেলা,তোমার অন্তর বাসের,সকল সর্বনাশের।