ঘড়ির কাঁটাটা আওয়াজ করে চলেছে ক্রমাগত,হাতুড়ি পিটছে যেন মাথার ওপর..
সেই যেন প্রতি মুহুর্তে এক একটি প্রাণ হারিয়ে যাচ্ছে প্রতিটি শব্দের গভীর কোটরে..
সেই দম বন্ধ করা শব্দ..টিক টিক..টিক টিক..টিক টিক..
রাতের এত বড় আকাশ টাকে যেন নিজের মুঠোর মধ্যে নিয়ে আছে এই শব্দ..
এই বাঁধনছাড়া জগতের সাথে যেন তার কোনো সম্পর্কই নেই,শুধু আছে দায়িত্ববোধের বোঝা..
জন্ম বা মৃত্যু কোনো হতভাগাই তার রাস্তায় এসে তাকে থামতে বলেনা,আসলে সাহস নেই যে..
আসল কলকাঠি যে তার হাতে..
কি নিষ্ঠুর! কি নিষ্ঠুর! মায়া মমতার বাধন পেরিয়ে যেন এক দলা সিগারেটের ধোয়া..
তবে প্রতিবারেই সে আশ্বাস দিয়ে যায় নতুনভাবে ফিরে পাওয়া এক অতি পুরানো স্বস্তির দিক..
কান জ্বলে উঠে আবার শুনিয়ে গেল..টিক টিক..টিক টিক..টিক টিক।