চলতে গিয়ে হঠাৎ আর্তনাদে পড়ে গেলাম পথে.
দেখি একটি কাঁটা বেশ ভালোভাবেই গেথে নিয়েছে নিজেকে..
নির্বোধটা জানেও না কতটা সহজেই পুতেছে সে তার জয়ের পতাকা..
মনে মনে বেশ রাগ হল..
ইচ্ছে হল দেই ধরে বেটাকে উপড়ে, দেই পাথর দিয়ে গুড়িয়ে..
তবে সে যে অবুঝ, ভালোমন্দের শক্তি যে তার নেই..
শুধু আছে তার নির্দ্বিধায় বিনা স্বার্থে ব্যাথার অমৃত দানের উদার মন..
আমি তো চাইনি তার কাছে কিছু..
তবে সে ই হয়তো আজ আমায় দিয়ে গেলো সইবার এক অদৃশ্য ক্ষমতা..
তাই বুঝি আজ কোনো কাটাই আর্তনাদের সুর হয়ে ওঠে না..
তাই হয়তো আর কাঁটা ফোটেনা।