মানুষ রূপী পুতুল তোমার
যেদিন সঠিক মানুষ হবে,
সেই ক্ষণেতেই রেখো মা গো,
চরণ তোমার পূণ্য ভবে।


যেদিন তোমার আকাশখানা
রক্ত মুছে মুক্ত লবে,
সেই ক্ষণেতেই হয়তো তোমার,
সৃষ্টিখানি সফল হবে।


যেদিন তোমার কালের কথা
বর্তমানে নত হবে,
সেই দিনেতেই দেখব তোমার
অস্ত্রখানা রুদ্ধ হবে।


সেই দিনেতেই এসো মা গো
যেদিন বাতাস মনন ছোবে,
মৃত শরীর পুড়িয়ে ফেলে,
জীবন্ত এক জীবন দেবে।