জীবনে আমি কতটুকু চাই?
তা তো বলতে পারবোনা ভাই,
তবে একটি কথা বলতে পারি
যদি দাও অনুমতি,
পাওয়ার পাশে মাপতে গেলে
চাওয়ার কথা তুচ্ছ অতি।


অন্ধ মানুষ হাত বাড়িয়ে
ঠিক যতটুকুই আলো চায়,
এক পা দু পা পা বাড়াতে
ঠিক যতটুকুই ভরসা চায়
বিশ্বাস কর তার চেয়ে বেশী
আমার কিছু চাওয়ার নাই।


ভিখারি মেয়ে দিনের শেষে
পেটের ওপর হাত বোলায়,
খিদের জ্বালা যে বড়ই জ্বালা
তাই পেত ভরে দুটো অন্ন চায়।
সেই অন্নটুকু তুলতে মুখে
ঠিক যতটুকুই করুনা চায়
বিশ্বাস কর বন্ধু আমার
তার চেয়ে বেশী চাওয়ার নাই।


জেলখানাতে ওই কয়েদি যখন
চোখটি তুলে সামনে তাকায়,
সামনে যে তার গরাদ ভারি
সবার মাঝে শক্ত বেজায়।
আঁধার কেটে আলোর পথে
ঠিক যতটুকুই হাটতে চায়,
একলা গরাদ দুমড়ে ভেঙে
ঠিক যতটুকুই মিশতে চায়
সত্যি কথা বলতে আমার
ওর চেয়ে বেশী চাওয়ার নাই।


চাওয়া বলতে এইটুখানিই
কোনো রঙ মাখানো পুতুল নয়,
তাই বলে কি চাওয়ার কথা
পাওয়ার পরেই অন্ত হয়?
আমি তো বেশ চাইতে পারি
আশার রুমাল মনটা ছুলে,
তবে হাতটা খুলে চাওয়াটা থাক
চাই'না একটু মনটা খুলে।