মাঝরাতের পাখিগুলো যেন গেয়ে ওঠে এক অন্য গান,
দিনের আলোর শেষ কিরণ যাদের করেছিল ম্লান
এই গান তাদের করবে শান্ত,দিয়ে যাবে সম্মান।
তবে সেই গান কি শুধুই দিয়ে যাবে ব্যাথা?
নাকি শুনিয়ে যাবে এক অমর গাথা?
যদি তা হয় কোনো ভিখারিনীর আধপেটা খাওয়া,
যদি তা হয় কোনো বাবার ক্লান্ত দেহ,ক্লান্ত প্রাণ,
তবে কি সে পাখি পারবে দিতে নতুন আলোর সন্ধান?
নাকি শুধুই অর্থহীন,ভাগ্যহীন পুকুরে করতে হবে স্নান?
ওগো পাখি,তুমি তো কোনো পাপ করনি,করনি কারও ক্ষতি,
তবে কেন তারা অন্ধকারে হাত বাড়ায়?
খুজে ফেরে শেষ পরিণতি?
তোমার কাজ তুমি করেছো,হয়তো সে প্রকৃতির-ই নিয়মে।
কাল যারা হারিয়েছিল সব,বেঁধেছিল আশা,
আজ কি তারা পাবে খুজে কোনো নিরাপদ বাসা?
তুমি তো শুধু গেয়ে-ই খালাস,পেরেছ কি দিতে কোনো আশ্বাস?
তবে তোমার ওই রাস্তা ধরে কাল হয়ত আসবে ভানু,
হয়ত বা দেখতে পাবে কোনো অন্ধ,ফিরে পাবে বিশ্বাস।