আহারে!আনন্দ কত , শিশুরা শত শত
এই স্কুলময়।
চুপি চুপি তাদের সাথে,রঙ বেরঙের স্বপ্ন-পথে
বৈশাখ এসে তাদের সাথে,কত কথা কয়!
আমাকে বরন করো,নতুন নতুন কাপড় পরো,
হাসো খেলো ফুর্তি করো,নাচো গাও জীবন গড়ো,
আমার রঙে ঘোড়া বানাও,
চরকি বানাও,মুখোশ বানাও,ফুল পাখি মানুষ বানাও,
পথের কাঁটা-দস্যুর বানাও,
জীবন সাজাও র‍্যালিতে
তোমার চোখের দেশ-দুশমন
তুলে আনো আলোর পথে,
জাতি ধর্ম ভেদ ভুলে সব,
বেরিয়ে আসুক ঘর হতে
হীনতা আর সংকীর্নতা,
দূর হয়ে যাক দেশ হতে।
তাইতো আমরা শিশুরা আজ
জেগেছে অসীম পুলকে-
কত রঙের পোশাক কেনে
রঙ কেনে,পেন্সিল কেনে
মুখোশ বানায়,পাখি বানায়
সৃষ্টি-সুখে চনমনে
নাচে গায় বাদ্যিক বাজায়-চমৎকার এক র‍্যালিতে।