ঘরের মালিক না চিনে আমি চিনেছি পরবাসী
যে ঘরে আমার বাস তার জীর্নতায় কেমন করে হাসি।
দিন-রাত যার পিছনে ছুটি প্রেমের পরশ খুঁজি
আজ দেখি তারা সকলে মেকি আপন ঘরে যা বুঝি-
যার সাথে আমার ঘর বাঁধার কথা থাকিনি তার পথে
মৃত্যু যার নিত্য সাথি ছুটছি তার রথে।