এই বৃষ্টি ভেজা রাতে
চলে এসো বন্ধু আমার কাছে
চল আমরা বেড়িয়ে পড়ি,এই নিঝুম রাতে
চল ভিজি বন্ধু, চল এক আকাশ মেঘের বাড়ি
দেখ নদী নাচছে ঊর্মির তালে
দেখ গাছের পাতা, নদী-নালা, ফুল-ফল
প্রান পেল ফিরে,দেখ বৃষ্টি অপেক্ষাকৃত চাষী,
তার মিষ্টি মধুর হাসি।
এই মধুময় রাতে ছড়িয়ে দাও প্রেম
চল ভালোবাসায় সাত সুরে বাঁধি তোমার
নতুন সুরে,তাকিয়ে দেখ এই ধরনীর বুকে
দেখ কি সুন্দর হয়ে গেছে,আমি আর অপেক্ষা
করতে পারছি না,চল এসো না বন্ধু,
আমরা বেড়িয়ে পড়ি।
বেড়িয়ে পড়ি মাটির টানে
এই বৃষ্টির ভেজা মায়াবী রাতে।।।