এই চেয়ার এই টেবিল সবই আছে
দেয়ালে ঝুলনো ঐ ঘড়িটি টিক টিক করে এখনো বলে-
পৃথিবীতে সময় আছে,
সবকিছু শেষও হয় তার অবিরাম কাঁটায়
ক্যালেন্ডারের পাতার সাথে সময় বদলায়
সোফাগুলো বলে - তার আসনও শূন্য হয় পূর্ন হয়
বন্ধ জানালা, দরজাও বলছিল-
কঠিন বাস্তবের পেঁচানো সিঁড়ির ধাপে ধাপে
তারা একদিন খুলে যাবে- বিশ্বাসে।
এই কামরাটিও সেদিন বলছিল-
এই শুমোট হাওয়া একদিন থাকবে না,
এখনো আবার শীতের শেষে বসন্ত আসবে;
সুগন্ধি ফুলটিও বলছিল-
ফুলের সুগন্ধে আবার সবাই একসাথে গান গাইবে;
চেয়ারটি যে এখনো খালি-
কখনো আসনি সে-বসেনি
কখনো আসবে কিনা তাও বলেনি
শুধুই অপেক্ষা।।