কেমন করে থাকো তুমি
নীরব দীঘির গভীর জলের মত,
কি করে হও মাতাল হাওয়ার
এমন বসন্তে পাগল ধারার।।
কত অলি কত পাখি
ছোটে ফুলের দলে।।
কত নদী বয়ে যায়
শুধু অকারণে।।
কত ভালবাসা পড়ে অাছে,
কিছু অযত্নে।।
কোন কালো মেঘ রেখেছে তোমার, বন্দী করে তার ঘরে? নেমে এসো ধরণীর পর,
যেখানে অাছে অসম্ভব ভালবাসা,
এসো এসো বাইরে এসো,
শোন জীবনের গান,
কন্ঠ মেলাও সবার সাথে,
থেকো না বন্দী
এই সজ্জিত মায়াবী ধরনীতে।।।