বিশ্ব পুরুষ #


আমি নারী তুমি পুরুষ,
জন্ম জন্ম ধরে আমার নাড়িতেই
তোমার সৃষ্টি, তোমার বন্ধন;
তোমার শান্তি, তোমার ক্রন্দন।


জীবনের শুরুতেই আমি তোমার জননী,
আমার কোলে বেড়ে ওঠো তুমি।
যৌবনে আমি তোমার অর্ধাঙ্গিনী,
তারপর তুমিই পিতা, আমি তনয়া।


শেষ জীবনে কন্যার মাঝে খোঁজ মাতা কে,
পুত্রের মাঝে পিতা বন্ধু কিংবা ভ্রাতা কে।
তোমার অস্তিত্ব, প্রতাপ, বিক্রম এর বীজ
পালিত হয় আমার গর্ভে ভ্রূণ রূপে।


আমি নারী, অপার মততায় তোমায় সাজাই
নিজ জীবনের সুখ শান্তি, বিলাস ব্যাসন হারাই।
উপেক্ষিত হই, লাঞ্ছিত হই বারবার তোমার কাছে,
হে পুরুষ! আর কতকাল নিজ অস্তিত্ব ভুলে,
জন্ম কিংবা মৃত্যু ভুলে, আমায় রাখবে পিছে ।