সহসা দেখেছি আমারে—
মনে বয়ে যায় বেদনার ঝড়,
আঁখিপাতে ঝরে যায় বিরহের জল,
আমি তবে কি বিরহী?...,,
যদি তাই,তবে কাহার জন্যে কান্দি?
কেনই বা কান্দি?কে আমার মনে—
বাজিয়েছে বাঁশি? ত্র তিমির বৃন্দাবনে,
আমি দেখিনি ত্রক বিংশ শতাব্দীর করুন আঁখি,
যে কাউকে ভালোবেসে ঝরালো অশ্রুজল৷
তাই আমার কবিতা হায় ত্রকা কান্দে নিরালায়
সবরীর আশ্রমে নিলাম গো চির বিদায়৷....
মনের ভাবেতে লেখা, বিরহের সুরে গাওয়া
মোর কথা খানি শুনিতেছ কেহ...?
যদি কোন দিন, কোন ভালোবাসা
অপূর্ণ থেকে যায়......
তবে পূর্ণ করিব আমি তোমায়,
ত্রই অপূর্ণতার মাঝেই.....
যদি ঝড়ে কভূ প্রদীপ নিভে যায়,
তবে বুঝে নিও.......
আমি তারে আবার জ্বালাব ফিরে,
কেননা আমি যে বিরহেরই কবি॥