সুরঞ্জনা,
জানতে ইচ্ছে করে আমার
কী পেয়েছিলে বুকের ভিতর
কেন তবু  এই নিবিড় ভালবাসা?
কী জানি? ছিলেম বড্ড বোকা,
বুঝতে কভু পারিনি তোমার
বেদনা।


উচ্চাভিলাষী মন,
উড়ু উড়ু করত সারাক্ষণ,নিলীমার বুকে;
প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখতাম চোখ জুড়ে,
ফুরসৎ পাইনি তোমার দিকে তাকানোর
শুধু টাকা, আর টাকা, টাকার স্বপ্নে বিভোর।
ভালবাসা? মনে হত পোড়া ছাই--
পেলাম না তাকে এ জীবনে তাই,
বৃথা এ ক্রন্দন!


অতীতপানে ফিরে দেখা
ব্যাথাতুর মনের দু:খ ভোলায় তোমার কথা।
নিজকে আজ বড্ড লাগে একা,একা
জীবন কী দিল আমায় ---
শুধু টাকা!কাগজের টাকা !!
চারিপাশ ঘিরে ধরে আমায় বেদনা
আজও তাই ফিরে আসতে পারিনা,
সুরঞ্জনা।