ফিঙের পালকে আগুন লাগলে  
যতখানি আয়না দোলায় শীতল চাঁদ ,
অনেকটা তেমনই পথ ;
আর কিছু না হোক আমি আমাতেই সৎ ।


পাতার চিবুকে করে জল তুলে ভেজাবো
চোরা শিকারি-নখের মাল্লা পলক
নামাবলী হারেম-খানায় ,
গুহার চিত্রলিপি চুম্বন ;
থাকবো সাথে গঙ্গোত্রী - মোহনায় ।


রাত পেড়ে এনে দেবো ,
দিন ছিঁড়ে রাখব ভ্যানিটি ব্যাগে এবং
গ্রহান্তরের পেপার কাটিং ;


শুধু তোমারই জন্য পাথরের গাঙচিল ওড়াবো ,
মিউজিয়ামের সুখ ;
শুধু তোমারই সাথে খেলবো ---
হাট্টি-মাটিম-টিম ।