আমার আঙ্গুল তোর চুলে
শব্দে চুড়ির যাই ভুলে
তুই কে আমার

স্রোতের বিপরীতে আজ
আমার গালে তোর ঠোঁটের ভাঁজ
তুই কে আমার

যতটা চিনেছি তোকে
নেই আর কোনো ভুল হবার
এই বুকের ভিতর দ্যাখ
হৃদয় গাইছে, তুই আমার।

যতটা পেয়েছি তোকে
আঁকড়ে রেখেছি বারেবার
তোর শরীরে আমার ছাপ
চেঁচিয়ে বলে তুই আমার।

আমার রাতে ঘুম আসে না
তোর কাঁধেতে মাথা তাই
তোর নরম হাতের আদরে
দুঃখ সব এমনি ভুলে যাই
তুই কে আমার

যতটা ছুঁয়েছে আঙ্গুল
বাকি তো নেই কিছু ফেরাবার
শুধু একবার জানান দে
প্রতি নিঃশ্বাসে তুই আমার
তুই আমার
শুধু তুই আমার।