ওরা জলের সেম্পল দিয়ে গেছে একগাদা-
লেভেল আঁটা ভিন্ন মাপের পাত্রে ।
প্রথমেই গঙ্গা- পরীক্ষায় ।
প্রদূষণে এখন গঙ্গার জলে জীবাণু অনেক-
তাই পবিত্র হলেও বিশুদ্ধ নয় ।
তারপর- রূপনারান, কংসাবতী ও সুবর্ণরেখা ।
পরীক্ষায় গিয়ে, মনে হ'ল- একই নমুনার কাজ-
একটু পরিবর্তন হলে ছিল ভাল ।
কিন্তু ব্রহ্মপুত্রের জলটা ধরতেই যেন
চোখের সামনে সব কিছু ঘোলা হয়ে যায়-
অসম-কাছাড়-ধলাই ছেড়ে আমি, আছি কোথা ?
পবিত্র'দা রুকনির জলটা বাড়িয়ে দিতেই
মনে হ’ল– সব পেয়ে গেছি-


কারণ, রুকনির জলে মিশে আছে
আমার ছেলেবেলার অনেক স্মৃতি-


যেটা স্বচ্ছ ও বিশুদ্ধ ।


(রচনাকালঃ ২৭/০৫/১৯৯৮ ।)




.