অতএব
একটা নবীকরণ আছে বলে-  জীবন...
নেড়া গাছের ডালে-   ফের পাতা ;  
ক্ষত অংশে-  কোরকের হাসি ।


নিয়তির ক্রীড়নক মানুষ- আজও কি তা মানবো ?


বাঁধ–ভেঙে এবার ক্ষেত  গেলো ভেসে;
একটা প্রতিকূলতা পেরিয়ে না ওঠতেই
শরতের শীতল স্পর্শ,
          মেঘের ভবঘুরে হয়ে-যাওয়া...


অন্য কিছু ভাবতেই দেয় না এই ঋতু ;
দূরে ঢাক সারাই'এর শব্দ...  


কিসের এ  প্রস্তুতি ?


কাঁচা মাটি দিয়েই ফের গড়া হচ্ছে
মায়ের প্রতিমা ...  


(রচনাকালঃ ১৪-০৭-২০১৮ ।)



.