ব্যস্ত   ছিল   লোকজন   ঘরের   ভিতর,
বিকেলের   মিঠে  রোদ   ছাদের  উপর,
পাড়ার   গলির   পথে  ত্বরান্বিত   গাড়ি-
আমায়   দেখিয়া  তুমি  এলে পাততাড়ি।
রাস্তার   দু’পাশে  উঁচু   দালানের  পরে-
চোখে-চোখে  কথা  হয়, বহু-ক্ষণ  ধরে;  
অকস্মাৎ  ঘরতে   কেউ   ডাকিল  যখন-
তখনই     দু’জনের     উড়ন্ত     চুম্বন।


দিবসের   বাকী   ক্ষণ   কাটিল   পুলকে;
রাত্রির   প্রহর   গনি   নিদ্রাহীন    চোখে।
সকালে   উঠিয়া যবে,  যাব  নিজ  কাজে
ফ্ল্যাটের  বালক  এক,  চাহিয়া   নিলাজে-
বৃদ্ধা-তর্জনী    জুড়িয়া,   বিচিত্র    মুদ্রায়-
‘মেয়েটা তো খাসা- কাকু!’ কহিল আমায়!


(রচনাকালঃ ০১-০৭-২০১৭ ।)







.