ক) সিলেটি কথায়


আইলায় নায় নি, আইলায়-
আইলায় আরতি-সইন্ধায় !
আইতায়, দিন থাইকতে ।
         -এখন কিতা দেই খাইতে ?


আইতায় নায় নি, আইতায়-
আমরারে দেইখতায়, ''কি আবেস্থায় ?''
আইতায়, কুটুম থাইকতে ।
        - এখন কানো দেই হুইতে ?


খ) বাংলা কথায়


এলে না নয় তো- এলে ;
ঠিক সন্ধ্যায় এলে !
আসতে- দিন থাকতে ...
         -এখন কি দিই খেতে ?


আসবে না নয়- আসবে ;
কি অবস্থায় আছি আমরা- দেখবে ।
আসতে- গিন্নী থাকতে ...
         -কোথায় যে দিই শুতে ?


রচনাকাল: ১৮-১২-২০১৬
ATSTHUM.





.