মুক্তির স্বাদ


ইলিশ,চিংড়ি, পোলাও , বিরিয়ানি
অনেকেই চেখে দেখেছেন ।
মুক্তির স্বাদ চেখে দেখেছেন কখনো ?
ভাবছেন কি  যা-তা বলছে ,
আমরা তো সেই  ১৯৪৭ সাল  থেকেই মুক্ত !
এই এইখানেই  দাদা,  সবাই নয় কতিপয় কিছু মানুষ ।
যেমন ধরুন এই  তাজ-এ চা খাওয়া
কি আর  সবার  ভাগ্যে হয় ?
রুদ্রবৈশাখে কলকাতার রাস্তায় যে লোকটি
নিজের আর কাচ্চা বাচ্চার পেট ভরানোর
জন্য ভল্লুক সেজে ঘুরছে,
সে কি কখনো চেখে দেখেছে মুক্তির স্বাদ ?
কিংবা মাড়ওয়ারি ফার্মের কালি বাবু, জাবদা খাতা লিখে
একটু  বসেছেন কি  বাবু  বলেন- “ কালি বাবু কাম নেহি তো
মেরা টেবুল থোড়া সাফ কর  দিজিয়ে “
আচ্ছা বলতে পারেন তিনি  কখন চাখলেন মুক্তির স্বাদ ?
আর  গ্রামের ঐ মানুষ টি যার মাথায় কোনও  ওপর ওয়ালার
হাত নেই, যাকে পুলিশ নামক ক্যাডার-রা মাঝে মঝেই তুলে নিয়ে গিয়ে
মাওবাদি বলে বেদম পেটাচ্ছে তার মুক্তি কোথায় ?
একটু মাথা তুলে কথা বলেছেন কি পাড়ার খেদু দা
মানে অমুক পার্টির মাথা ,
আপনার মাথা ভেঙে দেবে ।
আরে মশাই মাথা থাকলে তবেই না  জিভ,
আর জিভ থাকলে তবেই না স্বাদ !
সে সুক্তর ই বলুন আর  মুক্তির ই বলুন ।