এই জগতের মালিক তুমি
তুমি রহমান,
তোমার দয়ায় বেঁচে আছি
তুমি যে মহান।

ঐ কবরে যেতে হবে
ক্ষমা তুমি করো,
তুমি ছাড়া ক্ষমা করার
নেইতো ক্ষমতা কারো।

তোমার দয়া চাই যে মোরা
তুলেছি দুটি হাত,
কবুল করো আল্লাহ মহান
আমাদের মোনাজাত।

রাসূল তুমি পথ দেখিয়ে
বলেছ আল্লাহর কথা,
করেছি তোমায় আঘাত মোরা
দিয়েছি কত ব্যাথা।

সেই রাসূলেরি পথ ধরে
চলো যায় আল্লাহর ঘরে,
মুক্তি পাবে রহমতের
অন্ধকার কবরে।

এই মিনতি তোমার কাছে
আল্লাহর পথটি ধরে,
নামাজ রোজা করে তুমি
পা দিও কবরে।