এখন আমি;এখন আমি তোমার বিরহে
কাতর হৃদয় নিয়েও তুমুল উচ্ছাসে
মাতিয়ে বেড়াই সমাজের বাঁকে-বাঁকে
লোকে বলে পাগল নাকি ?
ওসব কথায় কি এসে যায় আমার বলো
আমি কি আর ডরাই বলো;কোন কথা
কিংবা কারো উপহাসের উৎপীড়নে ?
হতাস বলে নেই কিছু আর
আমার জীবন এবং ফ্রেমে
বিষম চলি এখন আমি
রাজপথের ঐ লম্বা জ্যামে !
বলতে পারো প্রশ্ন ছুঁড়ে;ভুলে গ্যাছো ?
বলনা যাহ !তুমি এখন পরের ঘরে
আমারতো নও তুমি কোনই।একটি বারও
ভাবতে পারো আমার কথা ?কিংবা আমার
সেই আবেগের মুল্য দিতে একটুও কি ?
মুক্ত আমি;জীবনবোধের নিয়ম সুচির
বাধন থেকে।এখন আমি বেজায় সুখি
অসুখবিহীন জীবন নিয়ে সময় কাটাই
একলা এবং একাই থাকি !
থাকতে যে হয় এই জীবনের দায়টা নিয়ে।
যে যাই বলুক;আর যেনো না কভু তুমি
আমায় নিয়ে প্রশ্ন তোলো !অজুহাতে
ক্লান্ত রাতে;কোমল প্রাতে কিংবা ও হাত
আর যেনোনা স্পর্স খোঁজে আমার হাতে !