চাই চাই চিৎকারে মানবতা অস্থির
না খেয়ে না পড়ে আছে লোকগুলো বস্তির ।
গরীব দু:খী হলেও আছে ওদের মন্ তো
সীমাহীন দৈন্যতা-আছে চাওয়া অন্ত ।
ভাবেনাতো বড় লোক-দিয়ে মন ও দৃষ্টি
সকলি যে মানুষ এরা বিধাতার সৃষ্টি ।
রোগে-শোকে কত লোক অপঘাতে মরছে
ভূখা-নাঙ্গা মানুষের চোখে জল ঝরছে ।
চাই চাই চিৎকার কি-শুধুই,ফুলবানু-গণীদের?
এর চেয়ে বেশী চাওয়া টাকাওয়ালা ধনীদের ।
সমাজের বিভেদ আজ ভাংতেই হবে-রে
যা নাই আমার পাবো তা-বল দেখী কবে-রে ?
আমি চাই সব লোকে শান্তিতে ভরে থাক
ধনী-গরীব দেয়ালটা গলে গলে পড়ে যাক ।
বিবেক জাগ্রত হবে সমাজের সকলের
ক্লান্তি ভুলে যাক কষ্ট এ ধকলের ।