ওই দূর আকাশের তারারা
হেসে যাচ্ছে কোন প্রেরণায়।
তারা কি দুঃখ আড়াল করে,
ডুবে আছে কল্পনায়?


সে তারারা কি
আমায় দেখে হাসে,
নাকি, নবজাতকের মতো
অসংজ্ঞায়িত স্বপ্নে ভাসে?


কোথায় মেঘরাজ,
দিচ্ছোনা কেন ঢেকে?
সে তারাদের কোমল
শুভ্র বদনে, কালি মেখে।


আচ্ছা থাক,
তারা হেসেই আনন্দ পাক।
আমিও বরং হাসি,
অতীতকে ভেবে বাসী।