তপতী হাসে বিকট সুরে
আমার দীনতা দেখে।
দুঃখের স্মারক যাচ্ছি রাখি,
চোখের নোনাজল মেখে।


তবে, সে আমার শত্রু নয়,
বন্ধু নয়, নয় রে আমার কেউ।
তারি তাচ্ছিল্যে মনেতে যে জাগে,
পুনরুত্থানের ঢেউ।


আমি অনুভূতিশীল। তবে, ভীত নই,
তাহার হাসি দেখে।
আমি গেয়ে যাব, আমার গান
চাঁদের হাসি মেখে।


একটু পরেই রাত্রি হবে।
আমি উঠবো জেগে।
কখন সে অগ্নিকন্যা,
উঠবে আবার রেগে।