মধ্যাহ্নের কাঠফাটা রোদে
সূর্যস্নান বিরক্ত লাগে।
বিরক্ত লাগে শান্ত আকাশ
বৃষ্টিস্নাত বরষার আগে।


ইচ্ছে করে গাইতে তখন,
উচ্চস্বরে মৃত্যুর গান।
শুনতে চাই মৃত্যুপুরীর
মৃত্যুরূপী প্রেমের তান।


জানতে চাই, কেন রাগিণী
বিমুখ আমার গানের প্রতি।
এমন হলে বেশ হত যে, সে
আমার গানে অশ্রুমতি।


কিন্তু সে যে সেই কালবোশেখীতে,
গরজে ওঠা মেঘকন্যা।
যেন শস্যশ্যামলা হৃদয়ে বওয়া
প্রবল আকস্মিক বন্যা।


বিরক্ত লাগে তাই
হেটে যেতে এই গায়ের পথে।
কখন আবার সে
নতুন করে, বিষাদের গান বাঁধে।