এভাবেই কেটে যাবে
প্রায় শত বছর।
আমি হারিয়ে যাবো,
তবুও আসবে বৈশাখ।
আদতেই কি নববর্ষ পালনে
জীবনে আসে বারযাখ?


জানি না, কী সত্য!
নববর্ষ কী বিধর্মীর রীতি?
নাকি এটি নতুন বছরের
প্রতি অভ্যর্থনা ও প্রীতি?


এ যে ব্যাঙের মুখোশ,
প্রেতের মুখোশ, পান্তা ইলিশ নয়।
হালখাতাকে, বৈশাখী মেলাকে যে
পহেলা বৈশাখ কয়।


জানি না! নতুন প্রভাতকে ফেরায় কারা!
ধর্মকে ডেকে আনি?
এ যে বিধর্মীদের রীতি নয়, হিন্দু মুসলিম সকলের।
এই তো আমি জানি।


বর্ষবরণ! বর্ষবরণ! এখানে,
অশালীনতা চাই না!
শাহবাগীদের অযৌক্তিক যুক্তি মানতেও
আজ চাই না!


তবে, আমি চাই বাঙালি হতে,
শুভচিন্তায় নববর্ষকে করতে চাই বরণ।
হয়তো হতে হবে আমাকেও,
শাহবাগীর উদাহরণ।