নারী, তুমি কি কেবলই মা?
নাকি শক্তিরূপেণ দশভুজা।
তোমারই ইতিহাস দিয়েছে,
তোমায় এই জয়ধ্বজা।


নারী, তুমি কি কেবলই প্রেয়সী?
নাকি তুমি প্রেরণা।
তোমারই উৎসর্গে মহিমান্বিত হয়ে
সফলতা পায় যে তাড়না।


নারী, তুমি কি বহ্নি?
নাকি তুমি সাইবেরিয়ান কোলিমা নদী।
তোমার প্রেমে মুখর হয়,
সকল কালের কবি।


নারী, তুমি কি প্রকৃতি?
নাকি স্বয়ং প্রকৃতি রচিতা।
কখনো যে বানে বানভাসি করো,
করো নির্মমরূপে ভণিতা।