তোমার মৃত্যুক্ষুধা মিটবে কবে!
আত্মা তো আজ মৃতই।
শুধু দেহ রয়েছে অবশেষ।
অভিমানের জঞ্জাল হয়ে,
দেহও হবে নিঃশেষ।


একবিন্দু ভালোবাসার শিশিরে
ভিজলো না তো আমার ক্লান্ত পা।
তবে, শুধুই কি ধোঁয়াশার আড়ালে,
অজান্তেই তুমি আমায়,
মিথ্যে প্রেমে জড়ালে?
হয়ে নিরুদ্দেশ?


আমার আশার মৃত্যুর জন্য
আমি নিজেই স্বীকারোক্তি দিলাম।
মৃত আশাকে তো আর ফিরে পাব না,
লাভ নেই ভাগ্যের দোষ দিয়ে,
জানি এ নিথরদেহ দেখবেনা তুমি চেয়ে।


একটি একান্ত গোলাপের সন্ধানে
আমার আজ মৃত্যু হল।
ইতিহাস সাক্ষী রবে, সাক্ষী রবে আগামীর শত মৃত লাশ।
যাদের হৃদয়ে গেঁথে রয়েছে, একগুচ্ছ রক্তজবার সু-বাস।