জন্ম একবারই হয়।
তবে, মৃত্যু বহুবার।
বেঁচে থাকে চিরকাল,
কিছু আত্মা দুর্বার।


মহামানবের জয়গান,
বাজে যে চিরকাল।
মৃত্যু ছুঁতে পারেনা তাঁদের।
নত হয় মহাকাল।


যতদিন প্রভাত হবে,
তাঁদের নাম রবে।
কোটি কোটি মানব হৃদয়ে
বাস করে তাঁরা সবে।


তাঁদের মধ্যে কেউবা রবি,
কেউবা বীর বল।
কেউবা হাতে কৃষ্ণবাশি,
আবার, বলরাম হাতে হল।


এ জগতে বল, ভালোবাসা বিনে,
শ্রদ্ধা বিনে, আছে কোনো মর্যাদা?
ক্ষণিকের পরিচিতিতে জমে,
সফলতার পথে কাদা।