শুনিছেনা কেহ, আর্তের বেদন,
আর জমাট ভরা শত ব্যথা।
পড়ছেনা কেহ, অশ্রুজলে লেখা
কবির আত্মকথা।


কবির বিরুদ্ধে পাঠক ক্ষিপ্ত,
শুনিয়া, মিথ্যেতে লেখা গান।
তবু, লেখনীর ছোপে রেখে
যায় কবি সত্যের সুর তান।


পাঠকেরা বাঁচে মিথ্যেতেই আজি
গায় মিথ্যের জয়গান।
তবে, মিথ্যের গানে, কদিন ভুলবে
তাদের মনপ্রাণ।


তবুও, পাঠকের বিরুদ্ধে কবির
নেই কোনো রূপ ক্ষোভ।
পাঠকের মনের প্রশান্তিতেই
এ নির্লোভ কবির লোভ।