মেঘনার তীরে
বসে উদাস কবি,
ভাবছে কত কথা।
এ নদী যে ভুলায় তাহার,
সকল দুঃখ ব্যথা।


এ নদী তো
পদ্মা নয়, যমুনা নয়।
এ যে অবহেলিত
নারী মেঘনা।
যে মহতী নারীর কথা,
এ যুগের কবিরা কয় না।


তবে, আমি এক দুর্ভিক্ষের
কবি।
প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি।
তাই, একাই লিখি সে
মেঘনার তরে,
একবার যদি ভুল বশত আমায় সমীহ করে।
লিখে যাই সে লোভে।
পদ্মা, যমুনা, যে তাই,
ভুলিয়াছে মোরে ক্ষোভে।