কোথায় গেলো রূপকথারা,
কোথায় গেলো সুর।
কোথায় গেলো গল্পেরা, সাত
সুখের সমুদ্দুর।


কোথায় বলো লাল শাপলা
ফুটেছে এই সদ্য।
কেন আমি লিখবো বলো
তোমায় নিয়ে পদ্য।


কোথায় গেলো রূপকথারা,
কোথায় গেলো সুর।
কোথায় গেলো গল্পেরা, সাত
সুখের সমুদ্দুর।


কোথায় বলো পাখিরা গায়
তোমায় নিয়ে গান।
কেন তুমি জমিয়ে শত
মান অভিমান।


কোথায় গেলো রূপকথারা,
কোথায় গেলো সুর।
কোথায় গেলো গল্পেরা, সাত
সুখের সমুদ্দুর।


কোথায় বলো, কোথায় তুমি,
কোথায় তুমি চাঁদ।
ভেবেছিলাম গাইবে এ গান,
তুমি আমার সাথ।


আজ কোথায় তুমি,
কোথায় গেলে,
হারিয়ে বহুদূর...
কোথায় গেলো গল্পেরা, সাত
সুখের সমুদ্দুর।