তোমায় দেখিবারে মনে চায়
শুনিতে চায় তোমার গান
সে নিভৃত পদচারণা।
আমার বৃষ্টিচোখে, তুমি হলে যে বরুণা।


প্রেমসুরে হও, তুমি আমার কুলবতী।
প্রকৃতি সৃজাত তণ্বী।
আর অনুখন ভালোবাসা।
আমার রচা কাব্যে, তুমি যে প্রেমভাষা।


বৃষ্টিস্মাত বরষায়, তুমি ভয়াল মেঘগর্জন
ঘনমেঘের কালো ছায়া।
আর বসন্তে তুমি কৃষ্ণচূঁড়া।
কে রুধিবে বলো, সে ভালোবাসা বান, তোমার ছোঁড়া।


আমার প্রেম নাহয় কুৎসিত-ই হোক,
তোমার, অবমাননার চেয়ে,
ধন্যি হল এ প্রেমের কাঙাল,
এ ছাড়পত্র পেয়ে।