সত্য যখন বাঁচে না,
আত্মা বেঁচে লাভ কী?
মিথ্যে যখন অমর তখন,
মিথ্যে বলতে ক্ষতি কী?


মিথ্যের গান দিগ্বিদিক
জগৎ জুড়ে বাজে।
সত্যের দুর্ভিক্ষে আজি
মিথ্যে যেন সাজে।


সত্য মিথ্যের গোলকধাঁধায়
সহসা ধুঁকি দীর্ঘশ্বাস।
জন্ম মৃত্যুর চক্রে জীবন
বন্দিশালায় কাটছে আজ।


তাই, সত্যের মরণ, করে বরণ।
শান্তি দিলাম আত্মাকে।
অমরত্বের জন্য জলাঞ্জলি
দিলাম সত্যকে।