যে পিতৃত্ব সাক্ষ্য দেয় আমিত্বর,
যেখানে শুধু পিতা-মাতা,
ভোগ,শোক,বিলাস বা জাহিরের,
এমন উল্লাসে,
এমন দয়ায়,
এখন টান,মান, মায়া,মহব্বের
বেইল নাই আল্লাহর দরবারে।


যার সন্তানের আখলাকে দোষ,
সে কি করে খায় নির্ভয়ে ভোঁজ?
তার ঘর নাই ঠিক,
করে সমাজের রেখা পুনুরাবৃত্তীর!
হের স্বজনপ্রীতি যেন মরন ভীতি,
ভাত নাই তার,
পাগল গিল,গিল গিলেরেহ। গিলতে গিলতে খিল,