একদিন হঠাৎ-
আকাশ এসেছে নেমে বসন্ত-বটের ছায়ায়
যেন ফিঙে রং ফাগুয়ার চিঠি
ওই তো জলের পাখোয়াজে বাজছে বেঠোফেনি গান
প্রশান্ত প্রাণের সংলাপ
নির্ঝরের স্বপ্নভঙ্গে দু ' দন্ড সমুদ্রের হাতছানি
জলের পাখি অশ্রুযাপন চোখে
রামধনুর সিম্ফনি , শিমূল পলাশের রঙে রঙে
মহার্ঘ জীবন পেরিয়ে ভেসে যাই ভিন্ গাঁয়ে
কোনো ফেরির ডাকে ; তালদিঘির শিয়রে-
হৃদয়ে খেলা করে শিউলি সুরভি হাওয়া
বিবশ রাতের ঝুমুর গান , সবুজ বাসরে
নক্ষত্রের দীপাবলি আমাকে ডাকছে
একদিন হঠাৎ -
মেজেন্টা মেঘের খোয়াব আঁকছি
কেননা একঠোঙা বৃষ্টি-সন্ধ্যায় সাজাবো
সাহারার জ্বালাময়ী বুক
আ-হা ! যেন পাহাড়ি ঝর্ণার স্বরলিপি
গ্রামছাড়া ঐ রাঙা মাটির পথে
ছড়িয়ে পড়ছে গোলাপি চাঁদের গন্ধ
পায়ে পায়ে হেঁটে যায় সুবর্ণ স্মৃতির দুপুর
রুপোলি মানুষের স্রোতে খুঁজে ফিরি লাজবতী বিকেল
উর্বশী নক্ষত্রেরা দুধ-আলো হাসতে হাসতে ডুবে যায়
মজ্জা খুলে জন্ম নেয় উদাসিন দিন-মাস-বছর
মনে পড়ে , একদিন হঠাৎ -
আকাশ এসেছিল নেমে , বটের ছায়ায়
তাকে বলি : ওগো আকাশ , মুঠো মুঠো ভালোবাসা
আর মূল্যবোধ দাও , দাও হিংসা হানাহানি মুক্ত
সমাজ গড়ার মন্ত্র