যতদিন বেঁচে আছি , দেখে যাবো
ফুলডুংরির আকাশ , কৃষ্ণা দ্বাদশীর চাঁদ
সোনালি ধান ক্ষেতের আলে শুয়ে আছে
নীল সন্ধ্যার নরম গান
কী নিদারুন ভালোবাসি
আকাশ ভরা সূর্য তারার উৎসব
মিষ্টুমি বৃষ্টির লাল গন্ধ
ডুরে শাড়ি পরে বাংলার অপরূপ প্রকৃতি...

রাশি রাশি বেদনা ডানায় বেঁধে
উড়ে গেল ভোরের চিল
পলে পলে শরীর ভরে যায়
রূপসী ইছামতীর সৃষ্টি-সুখের উল্লাসে
বনামি নদীর মতো ক্ষীণ জলস্রোত
মুছে দেয় অশুভ অপরাধ
নিঃসঙ্গ সজনে ফুলের নীরবতা

স্বপ্ন বুকে বেঁচে আছি , বেঁচে থাকবো
এই বাউল পৃথিবীর একতারায়
ভোরের পান্ডুলিপি শিশির
তুমি তো সূর্যমন্ত্র
সবুজ ঘাসের রেণু বুকের নিঃশ্বাস , মনে হয়
মন কেমন করা ফাগুয়ার চিঠি
আমি যেন - ' ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই কোন
           এক নিবিড় ঘাসমাতার / শরীরের সুস্বাদ অন্ধকার থেকে
                                                                                       নেমে
  ...         ...      ...      ...         ...          ...          ...    ...
কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয়
                পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা
                                        ঋণ :জীবনানন্দ দাশ