আর একটু দাঁড়াও ...
খোলা খামের মতো নীল আকাশ
সময়ের রাগরং মেখে খেলা করতে দাও
এই পাষাণী বুকে
তুমি তো শ্যামসমান ...
পৌলমী পায়ে সালঙ্করা নূপুর নেচে যায়
এমনকি চুম্বনের অববাহিকা...
বলেছিলে , বেদনার নির্জন মেঘ পুড়িয়ে
অলীক ঘরকন্না দেবো
ছোট ছোট নদীর গতি
তোমার হেঁটে যাওয়া আঁকাবাঁকা পথ
আর একটু দাঁড়াও
এসো চাঁদের জলে সিক্ত হই ...