বারে বারে ফিরে  আসে  শৈশব স্মৃতি,
ভোজনরসিক  মোরা ঝোলে  ঝালে  মাতি |


ভীষণ  গরম  বেলা  সন্ধ্যেতে ঘাম ,
তৃপ্তি  সুখের  খাওয়া  মুড়ি  দুধে আম |


হাতে  পাখা  পাতে দই  শাশুড়ির  হইচই ,
সরষের অম্বলে  ভাসে  দুটো  কই |


তেলে আঁচ বাটা  মাছ   গিন্নির   খুন্তি,
কুড়কুড়ে  লেজা পেলে  শ্বশুরের  শান্তি  |


গরম ভাতের  সাথে  রুই  দিয়ে ঝাল,  
থল খুঁজে  পায়নাকো  মুসুরির  ডাল |


কুড়মুড়ে আলুভাজা  পুচকিটা  ভালোবাসে ,
চাকামাছে কাটাবাছে দিদি  তার  পাশেবসে  |


দুয়ারেতে  চাটা কম  কাঁচামাটি ভরসা,
আকাশের  পানে চেয়ে  কবে  আসে বর্ষা  বর্ষা |


ঝোলঝোলে খিচুড়ি জিরেভাজা গুঁড়ো ,
ডিমভাজা  খেয়ে  নাও  আলুভাজা পুরো  |


এইসব  ছোটছোট কতশত  কাহিনী ,
দলভারি ছোটবেলা ঢিলছোঁড়া বাহিনী  |


বিরিয়ানি, চাউমিন, পাস্তা  ও পিজা ,
একতারা  পাঁচতারা  খেতে  ভারি মজা  |


তবু দেখো  ভালোবাসা  তালপাতা আসনে ,
তৃপ্তিতে  খেয়েমেখে  কলাপাতা  বাসনে  |