শূন্যে থেকে শুরু
সেই শূন্যতেই আবার শেষ,
আমার ভালো
তোমার খারাপ,
মিলেমিশে আছি বেশ।
আমার বাতাসে
হেমন্তের শিরশিরানি,
তোমার পবনে
রুদ্রের আবাহনী।
আমার আকাশে
স্নিগ্ধ পূর্ণশশী,
তোমার গগনে
নিস্তব্ধ অমানিশি ।
আমার অলিন্দে
কাঁচাপাকা মিঠে রোদ,
তোমার উঠোনে
ক্রুদ্ধ তপন,
অগ্নির হলকানি।
আমার কাজলা নীরদে,
বরিষিত মিঠে পানি
তোমার রাঙ্গা মেঘে,
দেখ ভ্রুকুন্চিত চাহনি।
আমার আছে ভোর,
তোমার কাছে রাত
আমার তোমার দ্বন্দ্ব নিয়ে,  
শূন্য থেকে শুরু
সেই শূন্যতেই আবার শেষ।